ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় রোববার থেকে ২৪ ঘণ্টার হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বগুড়ায় রোববার থেকে ২৪ ঘণ্টার হরতাল

বগুড়া: বগুড়ায় ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৬ টা থেকে সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬ টা পর্যন্ত এ হরতাল চলবে।

  

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে এক বার্তায় বগুড়া জেলা বিএনপির দফতর সম্পাদক মাহফুজুর রহমান রাজু এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

এর আগে দলীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় জেলা বিএনপির সভাপতি ও ২০ দলের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে জোটের জরুরি সভায় ২৪ ঘণ্টার হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ২২২৯ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।