ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
জয়পুরহাটে ট্রাকে আগুন

জয়পুরহাট: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে জয়পুরহাট সদর উপজেলার চক দাদড়া এলাকায় মুরগীর খাদ্য বোঝাই একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ ঘটনা ঘটে।



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকার মাথা বাইপাস সড়ক হয়ে মুরগীর খাদ্য বোঝাই একটি মিনি ট্রাক ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় চক দাদড়া এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

পরে দুর্বৃত্তরা ট্রাকে আগুন ধরিয়ে দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময় : ০৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।