ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রূপগঞ্জে সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভায়েলা এলাকার ভুলতা-মুড়াপাড়া সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়েছে অবরোধকারীরা। এসময় তারা সাত থেকে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।



বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পঞ্চম দিন শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে ছাত্রদল নেতা সালাউদ্দিন ও রাকিব হোসেনের নেতৃত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী  ভায়েলা এলাকার ভুলতা-মুড়াপাড়া সড়কে অবস্থান নেয়।

এসময় সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ করে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সাত/আটটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।