ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি এসময় আরো বলেন, হজের পর বিশ্ব ইজতেমা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত।

বিশ্ব ইজতেমা চলাকালেও তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেনি। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়। তাই তাদের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই। গণআন্দোলনে ব্যর্থ হয়ে তারা সহিংসতা ও নাশকতা করছে।

জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর মন্ত্রী ওবায়দুল কাদের ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হক হায়দার চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র সরদার ইলিয়াস হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও  প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।