ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পিরাজপুরে হরতালে ২ বাস ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পিরাজপুরে হরতালে ২ বাস ভাঙচুর

পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপির ডাকা অর্ধদিবস হরতালে দুইটি যাত্রীবাহী বাসের গ্লাস ভাঙচুর করেছে পিকেটাররা।

রোববার ভোরে ঢাকা-মঠবাড়িয়া সড়কের দেবীপুর এলাকায় ঢাকা থেকে মঠবাড়িয়াগামী বনফুল ও হামীম পরিবহনের দুই বাসের গ্লাস ভাঙচুর করা হয়।



সকাল থেকে জেলার অভ্যন্তরে ও আন্ত‍ঃজেলা বাস চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। তবে পুলিশি প্রহরায় জেলা সদর থেকে ছ‍াড়ছে ঢাকাগামী বাস। বিআরটিসির বাস চলাচল করছে সীমিত আকারে।

এদিকে, হরতালের সমর্থনে সকালে শহরে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেত‍াদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেনসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।