ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে চলছে ঢিলেঢালা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পটুয়াখালীতে চলছে ঢিলেঢালা হরতাল

পটুয়াখালী: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ ও জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

রোববার ভোর থেকে জেলার অভ্যন্তরীণ রুটে দু’একটি বাস চল‍াচল শুরু হলেও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।



শহরের দোকানপাট অল্পসংখ্যক খোলা থাকলেও স্কুল-কলেজ, অফিস-আদালত যথারীতি খোলা ও স্বাভাবিক রয়েছে।

শহরে পুলিশের টহল চলছে। বেলা ১১টা পর্যন্ত হরতালের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল-পিকেটেংয়ের খবর পাওয়া যায়নি।

গত ৭ জানুয়ারি জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জনকে আসামি করে মামলা দেয় পুলিশ।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।