ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চুকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।

শনিবার রাত ১১টার দিকে শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।



এদিকে, শনিবার রাত থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতা এড়াতে ২৮ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে বিএনপি নেতা বাচ্চু চেয়ারম্যান বাসা থেকে লক্ষ্মীপুর শহরে ওধুষ কিনতে যাচ্ছিলেন। পথে আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছুলে ছাত্রলীগের কর্মীরা ককটেল বিস্ফোরণের অভিযোগে তাকে মারধর করে পুলিশে দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া বাংলানিউজকে বলেন, রাতে নাশকতাকাল বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানকে ছাত্রলীগ কর্মীরা আটক করে পুলিশে দিয়েছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, অবরোধে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রামগতি,  কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত শিবিরের ২৮ নেতাকর্মীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।