ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে হরতাল ডেকে মাঠে নেই জোট নেতাকর্মী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
শেরপুরে হরতাল ডেকে মাঠে নেই জোট নেতাকর্মী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘণ্টা হরতালের প্রথমদিন রোববার (১১ জানুয়ারি) বগুড়ার শেরপুর উপজেলায় মাঠে নেই নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছাড়া রাজপথে জোটের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশকে বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে অবস্থান করতে দেখা গেছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বগুড়া জেলায় এ হরতাল ডাকা হয়েছে।

এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে।

পুলিশি পাহারায় পণ্যবাহী ট্রাকসহ কিছু বাসও চলাচল করছে। তবে সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।