ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দাগনভূঁঞায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
দাগনভূঁঞায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দাগনভূঁঞা উপজেলায় যুবদলের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিলোনীয়া বাজারের এইচ এম ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে উপজেলা যুবদলের সভাপতি হাসানুজ্জামান শাহাদাত ও সাধারণ সম্পাদক কবির আহম্মদ ডিপলুর নেতৃত্বে হরতালের সমর্থনে সিলোনিয়া এইচ এম ফিলিং স্টেশন থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। এসময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সাত/আটটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে ও প্রায় অর্ধ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

দাগনভূঁঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা ও দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার এ হরতালের ডাক দেয় যুবদল।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।