ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে এএসপির গাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বরিশালে এএসপির গাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ২ ছবি : প্রতীকী

বরিশাল: বরিশালে সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদীপ্ত সরকারের গাড়িতে অবরোধকারীদের ইট নিক্ষেপে চালক আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  
 
রোববার (১১ জানুয়ারি) দুপুরে এএসপির গার্ড পুলিশ সদস্য শন্তু বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

 
 
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলায় ৩২ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় বাবুগঞ্জ যুবদলের আজাদ ও সেন্টু হাওলাদার নামে দুই জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
 
এর আগে, শনিবার রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমপুর ব্রিজের কাছে এএসপি সুদীপ্ত সরকারের গাড়িতে হামলার ঘটনা ঘটে।
 
সহকারী পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, শনিবার রাত ১টার দিকে অবরোধ সমর্থকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তা দেখতে পেয়ে এএসপি গাড়ি নিয়ে সামনে অগ্রসর হলে ইট ছোড়ে পিকেটাররা। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে চালক মহসিনের চোয়ালে লাগে।
 
আহত মহসিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান এএসপি।
 
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।