ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতা ঠেকাতে ধুনটের ১০ স্থানে গ্রাম পুলিশ মোতায়েন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নাশকতা ঠেকাতে ধুনটের ১০ স্থানে গ্রাম পুলিশ মোতায়েন

ধুনট (বগুড়া): অবরোধে নাশকতা ঠেকাতে বগুড়ার ধুনটের পল্লী এলাকার ১০টি পয়েন্টে গ্রাম পুলিশ মোতায়েন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
 
সেমাবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।


 
২০দলের ডাকা অবরোধে পল্লী এলাকায় নাশকতার অশঙ্কা করেছে উপজেলা প্রশাসন। এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এক জরুরি সভা আহ্বান করা হয়।
 
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অবরোধে নাশকতা ঠেকাতে উপজেলার ১০ ইউনিয়নের ঝুঁকিপূর্ণ স্থানে গ্রাম পুলিশ (চৌকিদার) মোতায়েন করা হয়েছে।  
 
প্রত্যেক টিমে চার জন করে গ্রাম পুলিশ পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। তাদের  সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন ধুনট থানা পুলিশের একটি টিম।
 
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।