ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার আশঙ্কায় ফেনীতে আটক ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নাশকতার আশঙ্কায় ফেনীতে আটক ২০ ছবি: প্রতীকী

ফেনী: ২০দলের অবরোধে নাশকতার আশঙ্কায় ফেনীর একটি কোচিং সেন্টার থেকে ২০ জনকে আটক করেছে পুলিশ।  
 
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সেলিনা পারভীন সড়কের ক্যামব্রিয়ান কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়।


 
ফেনী মডেল থানার সেকেন্ডে অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, তাদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। কেউ নাশকতার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।  
 
আটকদের মধ্যে কোচিং সেন্টারটির কোরিয়ান ভাষা শিক্ষক শহিদুল ইসলাম জানান, সবাই কোরিয়ান ও জাপানি ভাষার শিক্ষার্থী। কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়।  
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।