ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবরোধ অব্যাহত রাখতে জামায়াতের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
অবরোধ অব্যাহত রাখতে জামায়াতের বিবৃতি

ঢাকা: ২০-দলীয় জোটের চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১১জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ আহবান জানান।



বিবৃতিতে তিনি বলেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় দেওয়ার লক্ষ্যে ২০ দলীয় জোটের ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি আরো বেগবান করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।

সারাদেশে জোটের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে বিবৃতিতে তিনি, জুলুম নির্যাতন ও গণগ্রেফতার বন্ধ করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।