ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যশোর সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
যশোর সদর উপজেলা বিএনপির সভাপতিসহ আটক ৩ ছবি: প্রতীকী

যশোর: যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূর-উন-নবীকে জেলগেট থেকে ফের আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর তাকে আটক করা হয়।

একই সময় তার ভাই রুহুল আমিন ও ছেলে বাবুকে আটক করে পুলিশ।

যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বাংলানিউজকে জানান, নাশকতা পরিকল্পনার অভিযোগে শহরের কাঠেরপুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হবে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বাংলানিউজকে বলেন, নাশকতা মামলায় আত্মসমর্পণ করা নূর-উন-নবী হাইকোর্টের জামিন পাওয়ায় তার আপন ভাই রুহুল আমিন ও ছেলে বাবু কেন্দ্রীয় কারাগার গেটে যায়। তবে কারাগার থেকে বের হওয়া মাত্রই নূর-উন-নবীসহ তার ভাই ও ছেলেকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, হাইকোর্ট জামিন মঞ্জুর করার পরও জেলগেট থেকে পুনরায় আটক করা কোনো ধরনের আইনের শাসন তা আমরা বুঝতে পারছি না।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।