ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুদ্ধাপরাধীরা ক্ষমা চেয়ে স্পষ্ট করেছেন বিচার প্রক্রিয়া সুষ্ঠু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
যুদ্ধাপরাধীরা ক্ষমা চেয়ে স্পষ্ট করেছেন বিচার প্রক্রিয়া সুষ্ঠু ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুদ্ধাপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য পিটিশন করেছিলেন। এতেই স্পষ্ট হয়, বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে ও তা আন্তর্জাতিক মানের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।



রোববার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রমনা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু বিদেশি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, বাংলাদেশে নাকি বিরোধীমতের ব্যক্তিদের ফাঁসি দেওয়া হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করা হচ্ছে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে।

‘তাই আপনারা যারা বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন, তারা প্রকৃতপক্ষে উদ্দেশ্যমূলকভাবে দেশের আইন-আদালতকে প্রশ্নবিদ্ধ করতে চাইছেন। ’

তিনি বলেন, বর্তমান সরকার দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাই সমাজে ন্যায় ও আইনের সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধের মতো অবশ্যই আগুন-সন্ত্রাসের বিচার করার মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যঅডভোকেট কামরুল ইসলাম।

রমনা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, এম এ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।