ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্রহীনতায় জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
‘গণতন্ত্রহীনতায় জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গণতন্ত্রহীনতায় জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।  

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘চ্যালেঞ্জ অফ এক্সিট্রিমিজম ইন বাংলাদেশ’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।



বৈঠকের আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।

মাহবুবুর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্রহীনতায় জঙ্গির পদধ্বনি শোনা যাচ্ছে।
 
অনেক জায়গায় শোনা যাচ্ছে তৃতীয় মহাযুদ্ধের প্রতিধ্বনি। বাংলাদেশও পৃথিবীর একটি দেশ। জাতীয় ঐক্যদিয়ে জঙ্গিবাদ মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিএনপির এই নেতা। ।
মাহবুবুর রহমান বলেন, বিশ্ব সন্ত্রাসবাদে ভরে গেছে। ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করে না। ইসলাম মানেই শান্তি। আর যারা জঙ্গিবাদ বলে ইসলামে জড়াচ্ছেন তারা ভুল করছেন। ইসলামে হত্যা দূরের কথা প্রতিহিংসা বিশ্বাস করে না।
 
তিনি বলেন, ‘প্যারিস হামলার পরে সবাই একত্রিত হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশও আছে। আবহমান কাল থেকেই বাংলাদেশ একটি শান্তির লীলাভূমি। হিন্দু-মুসলমান মিলে মিশে বসবাস করছে। বাংলাদেশ আজকে জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে। এখানে আনসারুল্লা বাংলা টিম কাজ করছে, বিদেশিদের হত্যা করা হচ্ছে। আমার দিনাজপুরেও এক পাদ্রিকে হত্যার জন্য গুলি করা হয়েছে। ’
 
বগুড়ায় মসজিদে হামলা প্রসঙ্গে মাহবুব বলেন, কে সুন্নি কে শিয়া আমি জানতাম না। আমরাই শিয়া মিছিল বের করতাম, মেলায় নানা ধরনের আনন্দ করতাম। আজকে শিয়া সুন্নি বিভক্ত হচ্ছে এটা কিসের আলামত? বগুড়া শিয়া হত্যা অশনি সংকেত। ’
 
ফোরামের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুলের সভাপতিত্ত্বে এতে বক্তব্য রাখেন- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য আসিফা আশরাফি পাপিয়া, বিএনপির সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআইএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।