ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মতিঝিলে ককটেলসহ ৬ শিবিরকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
মতিঝিলে ককটেলসহ ৬ শিবিরকর্মী আটক

ঢাকা: রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার একটি মেস থেকে ১১টি ককটেলসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আরামবাগের একটি মেস থেকে তাদের আটক করা হয়।



তারা হলেন, মতিঝিল থানার শিবিরের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন হিমেল, পল্টন থানার সভাপতি মো. রাসেল, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মাসুদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলমগীর এবং ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।