ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রামগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
রামগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পৌর কাউন্সিলরসহ অনন্ত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে রামগঞ্জের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।



আহত সবাইকে স্থানীয় ক্লিনিক ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম লেদুর নাম জানা গেছে।

স্থানীয়রা জানায়, আদিপাত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোঁতা মিয়া জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।