ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুর্নীতি মামলায় অভিযুক্ত খোকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
দুর্নীতি মামলায় অভিযুক্ত খোকা সাদেক হোসেন খোকা

ঢাকা: রাজধানীর বনানী ইউনিক সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স বেজমেন্টে পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এম আতোয়ার রহমান এ চার্জ গঠন করেন।

 

অপর তিন আসামি হলেন- বনানী ডিসিসি ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও সভাপতি আ. বাতেন নকী এবং গুডলাক বেজমেন্ট কার পার্কিংয়ের ম্যানেজার এ এইচ এম তারিক।

এ মামলায় খোকা জামিনে গিয়ে পলাতক আছেন। গত ২৪ জুন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। অপর তিন আসামি জামিনে থেকে আদালতে হাজির ছিলেন।

আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

২০১২ সালের গত ১৫ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মাহবুবুল হক বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেছিলেন।

ঢাকা সিটি করপোরেশনের বনানী ইউনিক মার্কেটের বেজমেন্টে পার্কিংয়ের ইজারার ১১ লাখ ৫ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে খোকাসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করে দুদক।

২০১২ সালের ৭ নভেম্বর দুদকের উপ-পরিচালক নুর হোসেন খান খোকাসহ অপর তিন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫/আপডেট: ১৬৫০
এমআই/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।