ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

ঢাকা: দেশের জঙ্গিবাদের ঘাঁটিতে শেষ আঘাত হানতে মহাজোটের নেতৃত্বে জাতীয় ঐক্যে বামপন্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেঞ্জ লাউঞ্জে কমরেড মোহাম্মদ তোয়াহ’র ২৮তম স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।



স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল)।

তথ্য মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে জাতীয় ঐক্য গড়ে ওঠেছে, সে ঐক্যের বাইরে থেকে বামপন্থীরা একলা চল নীতিতে শুধু আন্দোলনে সমস্যা করছে না, আমাদের শত্রু জঙ্গিদের সহযোগিতা করা হচ্ছে।

তিনি বলেন, এই মুহুর্তে বাংলাদেশের রাজনীতি থেকে গণতন্ত্রের মুখোশধারী বিএনপি নেত্রী খালেদা জিয়াকে রাজনীতির ময়দান থেকে চিরতরে নির্মূল করা হল প্রধান কাজ।

ঐক্যবদ্ধভাবে জামায়াত- বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে মহাজোট সক্ষম হয়েছে উল্লেখ করে ইনু বলেন, এই চক্র ক্ষমতাচ্যুত হলেও রাজনীতির ময়দান ছেড়ে যায়নি। তাই দেশ বিপদে রয়েছে বলেন তিনি।

তথ্য মন্ত্রী বলেন, দেশে সামরিক শাসন ও রাজাকার সমর্থিত সরকার ক্ষমতায় আসবে না।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।