ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাসিক প্যানেল মেয়র নুরুন্নাহার জেলগেট থেকে ফের আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রাসিক প্যানেল মেয়র নুরুন্নাহার জেলগেট থেকে ফের আটক নুরুন্নাহার বেগম

রাজশাহী: বিস্ফোরক মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে ফের আটক হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র-৩ ও মহানগর মহিলাদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার বেগম।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।



রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ও মহানগর পুলিশের মুখপাত্র সুশান্ত চন্দ্র রায় বাংলানিউজকে বিষয়টি জানান।

সোমবার (৩০ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, ১২ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নুরুন্নাহার বেগমের জামিন আবেদন না মঞ্জুর করে, মহানগর দায়রা জজ আদালতের বিচারক আলতাফ হোসেন তাকে কারাগারে পাঠান।

গত ০৫ জানুয়ারি মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ তার বিরুদ্ধে মে মাসে অভিযোগপত্র আদালতে দাখিল করে।

ওই মামলায় জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।