ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাঁচ ডিসেম্বরের মধ্যে শরিকদের সঙ্গে বিএনপির দফারফা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পাঁচ ডিসেম্বরের মধ্যে শরিকদের সঙ্গে বিএনপির দফারফা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতসহ জোট শরিকদের সঙ্গে পৌর মেয়র প্রার্থিতা ভাগাভাগির বিষয়টি পাঁচ ডিসেম্বরের মধ্যে দফারফা করবে বিএনপি। এখনও বিষয়টি আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।


 
বুধবার (০২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে মেয়র প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণের আগে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ফজলুল হক মিলন।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পৌর নির্বাচনে যেহেতু জোটগতভাবে অংশ নিচ্ছে বিএনপি; সেহেতু জোট শরিকদের সঙ্গে অবশ্যই প্রার্থিতা ভাগাভাগি হবে। তবে বিষয়টি নিয়ে এখনও আলাপ-আলোচনা চলছে। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে এ ব্যাপারে শরিকদের সঙ্গে দফারফা হবে।
 
গণতন্ত্রের স্বার্থে বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে অংশ নিচ্ছে উল্লেখ করে মিলন বলেন, নানা প্রতিকূলতার পরেও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। যদিও নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরণিত হয়েছে, তারপরও আমাদের প্রত্যাশা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।
 
সারাদেশে স্থানীয় প্রশাসন বিএনপি প্রার্থীদের নানাভাবে হয়রানি করছে অভিযোগ তুলে তিনি বলেন, আমরা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সরকারে কাছ থেকে কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাচ্ছি না। আমাদের মেয়র প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমরা আশা করবো, সব ধরনের নিপীড়ন বন্ধ করে সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সহায়তা করবে।
 
প্রথম দিন ১৭২ জন মেয়র প্রার্থীর হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়েছে জানিয়ে মিলন আরও বলেন, আজকের (বুধবার) মধ্যে বাকি ৬৩ প্রত্যয়নপত্র দল মনোনীত প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
 
তিনি বলেন, আমরা আশাবাদী নির্বাচন সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হলে ২০ দলীয় জোট প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হবেন। কারণ, জনগণ ব্যালটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হয়ে আছে।
 
সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং শেষে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মেয়র প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যায়নপত্র তুলে দেন ফজলুল হক মিলন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এজেড/আইএ

** সন্ধ্যা নাগাদ প্রত্যয়নপত্র বিতরণ সম্পন্ন করবে বিএনপি
** ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ১২ কর্মীসহ আটক ৪১
** বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না খালেদা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।