ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানবতাবিরোধী অপরাধ

পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে পাকিস্তানকে ক্ষমতা চাওয়ার আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরও বিচার দাবি করেন তারা।



শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান নেতারা।

গণতান্ত্রিক বাম মোর্চার প্রধান সমন্বয়ক অধ্যাপক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, কমরেড অ্যাডভোকেট সাইফুল হক প্রমুখ।

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের হায়দারাবাদে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলবের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, তাদের এতো বড় স্পর্দা কোথা থেকে হলো।

বক্তারা আরও বলেন, পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার করা হয়নি। এই যুদ্ধাপরাধীদের বিচার মরণোত্তর হলেও করতে হবে। আর পাকিস্তান সরকারকে ক্ষমতা চাইতে হবে যুদ্ধাপরাধের জন্য। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে ১৯৫ জন পাকিস্তানির বিচার চাইতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।