ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজারে শিবিরের ২৪ নেতাকর্মীর নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
কক্সবাজারে শিবিরের ২৪ নেতাকর্মীর নামে মামলা

কক্সবাজার : কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাকের উপর হামলার ঘটনায় শিবিরের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা করেন।



মামলার আসামিরা হলেন, কক্সবাজার জেলা শিবিরের সভাপতি সরওয়ার কামাল সিকদার, সেক্রেটারি আজিজুর রহমান, শহর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আখতার হোসেন, কক্সবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি মোহাম্মদ শাহাজান,  সেক্রেটারি আইয়ুব আনসারী, কর্মী খোরশেদ আলম বুলেট, জাহেদুল গনি, হাসান মোহাম্মদ ইয়াছিন, জাহেদুল করিম, মোহাম্মদ রিদুয়ান, তৈয়ব উল্লাহ, তারেক আজিজ, মোহাম্মদ নূরী, মোহাম্মদ মাহিন, সাইফুল ইসলাম, মোহাম্মদ আবছার, মোহাম্মদ সাদমান, মোহাম্মদ শফি, মোহাম্মদ জুনায়েদ, হাসান তারেক, মোহাম্মদ আরিফ, মফিজুর রহমান ও বশির আহমদ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাকের ওপর হামলা করে শিবির কর্মীরা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।