ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাবিতে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রাবিতে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই কর্মী।



রোববার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাবির ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বানি রবি তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলেন।

এ সময় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রলীগের কর্মী রাশেদুল ইসলাম রকি কয়েকজনকে নিয়ে বিপরীত দিক থেকে আসছিলেন।

তারা রবিকে ডেকে ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের বিষয়ে কথা বলেন। একপর্যায়ে রবি ও রকির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় রবিকে মারধর করেন রকি ও তার সহযোগীরা।

রবি বিষয়টি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারীদের জানান। পরে ছাত্রলীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময় ও সহ সম্পাদক সাদ্দাম হোসেন সজীবের নেতৃত্বে ১০-১২ নেতাকর্মী ঘটনাস্থলে যায়। সেখানে রকি ও তার সহযোগীদের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে রকি ও তার সহযোগী গোলাম মওলাকে বিপ্লবকে মারধর করা হয়।

এ ঘটনার জের ধরে দুপুরে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও সাংগঠনিক সম্পাদক রুনুর পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নিলে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।
 
এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।