ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাকিস্তান যা লুট করেছে, তা ফেরত চাই: নাসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পাকিস্তান যা লুট করেছে, তা ফেরত চাই: নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম/ফাইল ফটো

ঢাকা: পাকিস্তানিরা শুধু হত্যা করেনি, তারা লুটও করেছে। সেই লুট হওয়া সম্পদ ফেরত চাই, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।



বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১১তলা ভবনে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট’র (এনআইসিইউ) উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রীকে বলেছি, পাকিস্তান যা কিছু লুট করেছে তা ফেরত আনতে হবে।

স্বাধীনতা যুদ্ধ নিয়ে পাকিস্তান যেসব কথা বলছে তা পৃথিবীর সেরা মিথ্যাচার, উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় হাসপাতালের সব চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেন নাসিম। একইসঙ্গে দেশের সব হাসপাতালের ইন্টার্ন ডাক্তারদের বেতন বাড়ানো হবে, এমনটিও জানান।

নাসিম বলেন, অনেক উন্নয়ন করেছে শেখ হাসিনা সরকার। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কাজ করা সম্ভব হয় না। এরপরও দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে যা যা করা দরকার, তা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।

এছাড়াও সংসদ সদস্য হাজী মো. মোহাম্মদ সেলিম, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. সামিউল ইসলাম সাদি প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫ আপডেট সময়: ১৬৩০ ঘণ্টা.
এফবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।