ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘কারাগারের ভেতর-বাইরে দেশে একই পরিবেশ বিরাজ করছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
‘কারাগারের ভেতর-বাইরে দেশে একই পরিবেশ বিরাজ করছে’ বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ

ঢাকা: দেশে কারাগারের ভেতর ও বাইরে একই পরিবেশ বিরাজ করছে এমনই মন্তব্য করলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। গত ৩১ জানুয়ারি পুলিশ তাকে আটক করার পর গত সোমবার জামিনে মুক্তি পান তিনি।



কারামুক্তির পর বুধবার (০৯ ডিসেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন রিজভী আহমেদ।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, কারাগারে ভেতরে থেকেও যেমন কারও সাথে কথা বলা যায় না। তেমনই বাইরেও কারও সাথে কথা বলা যায় না। পুরো দেশটাই বন্দিশালায় পরিণত হয়েছে। দেশে একটি ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। সরকার অবৈধ, তাই তারা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে।

যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপি শতকরা ৯৫ ভাগ আসনে জয়লাভ করবে উল্লেখ করে তিনি বলেন, এটা জানতে পেরেই সরকার দমন পীড়ন চালাচ্ছে। তিনি সরকারের প্রতি নির্বাচন সুষ্ঠু করার আহ্বান জানান।

এদিকে রিজভী আহমেদকে স্বাগত জানাতে নয়াপল্টনে বুধবার দুপুরে শত শত নেতাকর্মী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন, শিরীন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।