ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
আশুলিয়ায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৯ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার গাজীরচট এলাকায় একটি স্কুলে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।



পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট নূরজাহান ফাউন্ডেশন নামে একটি স্কুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে শতাধিক জিহাদি বই উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিলো এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়।

আটকরা বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের অধিকাংশের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুর জেলায়।

তদন্ত সাপেক্ষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।