ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরগুনা পৌর নির্বাচন

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

বরগুনা: বরগুনা পৌরসভা নির্বাচন উপলক্ষে এক পথসভাকে কেন্দ্র স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বিকেপি সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেন ও আওয়ামী লীগ প্রার্থী কামরুল আহসান মহারাজের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক পিপিএম বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।