ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক পোস্টারে নিজের ছবি না ছাপানোর নির্দেশ আ’লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রাজনৈতিক পোস্টারে নিজের ছবি না ছাপানোর নির্দেশ আ’লীগের

ঢাকা: রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুনে নিজেদের ছবি ব্যবহার না করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) থেকে আওয়ামী লীগের মহানগর, জেলা শাখা, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া শুরু হয়েছে।



এর আগে ১৪ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ সংক্রান্ত চিঠি স্বাক্ষর করেন।

চিঠিতে বলা হয়েছে, “আমরা গভীরভাবে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বিলবোর্ড, পোস্টার, ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছে; যাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ছবি থাকছে। ”

“অথচ সেখানে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুব ছোট আকারে পরিলক্ষিত হচ্ছে। যা দেশের সাধারণ মানুষের নিকট দৃষ্টিকটু। ”

“সুতরাং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতীত অন্য কারও ছবি থাকলে সেই সব বিলবোর্ড, পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলানোর জন্য সারা বাংলাদেশে আপনার সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ প্রদানের আহ্বান জানানো হলো। ”

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫ আপডেট সময়: ১৮৫৩ ঘণ্টা.
এসইউজে/এমইউএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।