ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে জামায়াতের ২১ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
মেহেরপুরে জামায়াতের ২১ নেতাকর্মী কারাগারে

মেহেরপুর: নাশকতার মামলায় মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুরে নাশকতার মামলায় মেহেরপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে জামিন নিতে গেলে বিচারক আব্দুল্লাহ আল মামুন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।



আদালত সূত্র জানায়, ২০১৩ সালের অক্টোবরে সরকার হটাও হরতাল সফল করতে গাংনী উপজেলার গাড়াডোব সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে জামায়াত-বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই দিন রাতে গাংনী থানায় পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি ছিলেন দুই শতাধিক জামায়াত-বিএনপি নেতাকর্মী।

তারা সবাই উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে আদালতের নির্দেশ মতো অনেকেই নিম্ন আদালতে হাজির হন। এদের মধ্যে বাকি ছিলেন জামায়াতের ২১ নেতাকর্মী। তারা আজ দুপুরে আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।