ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া বাকসন্ত্রাস করছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
খালেদা জিয়া বাকসন্ত্রাস করছেন মাহবুব উল আলম হানিফ

ঢাকা: স্থানীয় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাকসন্ত্রাস করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
 
জনগণের কাছে আবেদন করার মতো কিছু না থাকায় খালেদা জিয়া বাকসন্ত্রাসীতে রূপ নিয়েছেন।

শুধু তাই নয়, মিথ্যাচার করে, প্রশাসনকে হুমকি দিয়ে, ভয়-ভীতি দেখিয়ে বিএনপি নির্বাচনকে অনুকূলে আনার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন হানিফ।
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে হানিফ এ অভিযোগ করেন।
 
তিনি বলেন, বিএনপি নির্বাচনকে বিতর্কিত করতে নানা সময় ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে। কাল্পনিক অভিযোগ এবং মিথ্যাচার করেছে। এ নির্বাচনেও তারা শেষ পর্যন্ত থাকবে কি না তা নিয়ে জনগণের মনে সংশয় রয়েছে।
 
অতীত অভিজ্ঞতা থেকেই জনগণের মধ্যে এ সংশয় কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
 
এ নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন না হলেও দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ভোটারদের উৎসবমূখর পরিবেশে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার প্রমাণ করতে হবে জনগণ দেশের উন্নয়ন চায়, অগ্রগতি চায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে চায়।
 
সেই চাওয়ার প্রতিফলন হিসেবে বুধবার নৌকা মার্কায় ভোট দিবেন আমরা সেটাই প্রত্যাশা করি।
 
প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এবারই প্রথম বাংলাদেশে দলীয় প্রতীকে স্থানীয় প্রশাসন নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে।
 
তিনি বলেন, এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। এ নির্বাচনে আওয়ামী লীগের সব প্রার্থীরা জয়লাভ করলেও সরকারে পরিবর্তন আসবে না। আবার একটি আসনে জয়লাভ করতে না পারলেও সরকারে পরিবর্তন আসার কোনো সুযোগ নেই।
 
তাই নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে অহেতুক উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত না করার জন্য অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।  
 
অনিয়ম, ত্রুটি করে নির্বাচনকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে আগামীকাল (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদেরও আহ্বান জানান হানিফ।
 
প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫/আপডেটেড ২০০৪
এমএইচপি/এফবি/আরআই/ এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।