ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাকর্মী ও দলীয় প্রার্থীদের ওপর হামলার নিন্দা ফখরুলের

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বিএনপি নেতাকর্মী ও দলীয় প্রার্থীদের ওপর হামলার নিন্দা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপির নেতাকর্মী ও দলীয় প্রার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (ডিসেম্বর ২৩) এক প্রেসবিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী আগামী ৩০ ডিসেম্বর দেশব্যাপী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে সকল পৌরসভায় মেয়র পদগুলো ছিনিয়ে নেয়ার কুমতলবে নিরবচ্ছিন্নভাবে ধানের শীষের মেয়র প্রার্থী ও প্রার্থীর সমর্থক নেতাকর্মীদের ওপর যেভাবে সশস্ত্র হামলা অব্যাহত রেখেছে তাতে আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ চরিত্র জাতির সামনে আরো বেশি মাত্রায় স্পষ্ট হচ্ছে।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামকে পৈশাচিকভাবে হত্যা এবং গত রাতে একই কায়দায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আজাদুল ইসলামকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করার ঘটনায় নিঃসন্দেহে আওয়ামী সন্ত্রাসবাদের নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটেছে। এ ধরণের ঘৃণ্য, বর্বর ও ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে ধিক্কার জানানোর ভাষা আমাদের জানা নেই। ”

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।