ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নলছিটিতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
নলছিটিতে ছাত্রলীগের ৬ নেতা বহিষ্কার

ঝালকাঠি: সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলায় ছাত্রলীগের ছয় নেতাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানান।



বহিষ্কৃতরা হলেন- নলছিটি উপজেলা ছাত্রলীগের নেতা ফয়সাল আকাশ, সঞ্জয় কুমার, ফারুক চৌধুরী, রাজিব আকন, হাসান আবিদুর ও রেজা সুজন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নলছিটি পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। কমিটি নিয়ে শক্রতার জেরে উপজেলা ছাত্রলীগ সভাপতি ওয়াসিম হাওলাদার ও মুন্নার কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে তারা দু’গ্রুপ চায়না মাঠের দুই প্রান্তে ধারালো অস্ত্রসহ অবস্থান নেয়। পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে নলছিটি পৌর এলাকায়। এতে জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এসএম আল আমিন উপজেলার ওই দু’টি গ্রুপকে নিবৃত করার চেষ্টা চালায়। কিন্তু তাদের নির্দেশ না মেনে নেতাকর্মীরা উত্তেজনায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওইদিন রাতে জেলা ছাত্রলীগ এক জরুরি মিটিং ডেকে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ছয়জনকে বহিষ্কার করে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।