ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্ষবরণে যৌন নিপীড়ন

‘পুলিশের চূড়ান্ত প্রতিবেদন তদন্তের নামে প্রহসন’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘পুলিশের চূড়ান্ত প্রতিবেদন তদন্তের নামে প্রহসন’

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলা নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীর ওপর যৌন হয়রানির মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে কাউকেই শনাক্ত করতে না পারাকে ‘তদন্তের নামে প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি লাকি আক্তার এবং সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আখ্যা দেওয়া হয়।



বিবৃতিতে ছাত্র ইউনিয়ন নেতাদ্বয় বলেন, পুলিশের এহেন স্বেচ্ছাপ্রণোদিত অপারগতার মধ্য দিয়ে প্রমাণ হয়ে যায়, নারী নির্যাতনের বিষয়ে এ রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কেমন! এ ধরনের ছবি প্রকাশের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের শনাক্ত করতে না পেরে প্রতিবেদন পেশ করা তদন্তের নামে প্রহসন।

‘এ তদন্ত প্রতিবেদনের মধ্য দিয়ে যৌন নিপীড়নকে এবং বিচারহীনতার সংস্কৃতিকে আরও একবার সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা হলো। ’

প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্র ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যতক্ষণ পর্যন্ত সারাদেশে যৌন নিপীড়নের সুষ্ঠু বিচার নিশ্চিত না হচ্ছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ছাত্র ইউনিয়ন দেশের নারী সমাজসহ জনতাকে সঙ্গে নিয়ে যৌন নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখবে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএ/ এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।