ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: আসন্ন পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার বিশেষ দূরভিসন্ধি নিয়ে জাতীয় প্রতীকে পৌরসভা নির্বাচন দিয়েছে।

সরকার বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে এই ভোটে বিজয় অর্জন করে বিদেশিদের কাছে নিজেদের জনপ্রিয়তা তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু বেগম জিয়া পৌর নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সরকারের সেই পরিকল্পনা ভেস্তে গেছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বীরগঞ্জ-দিনাজপুর-ফুলবাড়ী ও বিরামপুরে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। তাই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। মনে রাখবেন, ধানের শীষ গণতন্ত্রের প্রতীক। ধানের শীষ বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এই ধানের শীষ মার্কায় ভোট দিন।

সকাল ১১টায় তিনি বীরগঞ্জ পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমিরুল বাহারকে, দুপুর ১২টায় দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমকে ও বিকেলে ফুলবাড়ী পৌরসভার বিএনপি মনোনীত শাহাদত আলী সাহাজুলের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুল ইসলাম টুটুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।