ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পৌর নির্বাচন সুষ্ঠ‍ু হতে সেনা মোতায়েন প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘পৌর নির্বাচন সুষ্ঠ‍ু হতে সেনা মোতায়েন প্রয়োজন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আসন্ন পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন ছাড়া সুষ্ঠ‍ু ও অবাধ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে বগুড়া পর্যটন মোটেলে যাত্রাবিরতিকালে উপস্থিত সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।


মির্জা ফখরুল বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ‍ু ভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। অন্যথায় সুষ্ঠ‍ু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

এসময় বিএনপি চেয়ারপারসেনর উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, আব্দুল মোমিন তালুকদার খোকা, কাজী রফিকুল ইসলাম, বগুড়া পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সরকার দলীয় প্রার্থী ও তাদের লোকজন বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের নানাভাবে হয়রানি করছেন।

গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি এই নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।