ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
বরিশালে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশালে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।



এ সময় ঢাক-ঢোল পিটিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে, রঙিন ক্যাপ মাথায়, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

র্যালির আগে জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখা যৌথভাবে অশ্বিনী কুমার হলে সমাবেশ করে।

জাতীয় পার্টি বরিশাল মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম মুরতুজা আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ চুন্নু, সহ-সভাপতি আবদুল বাছেদ তালুকদার, যুগ্ম সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এ. কে.এম মোস্তফা প্রমুখ।

সমাবেশ থেকে পল্লীবন্ধু এরশাদের নামে দায়ের হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।