ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেরপুরে ভোট কারচুপির অভিযোগ বিএনপির প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
শেরপুরে ভোট কারচুপির অভিযোগ বিএনপির প্রার্থীর

শেরপুর: পৌরসভা নির্বাচনের ৫ দিন পর সংবাদ সম্মেলন করে শেরপুর সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক আশীষ।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের খরমপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ পলাশের বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।



সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দফায় দফায় স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী গোলাম কিবরিয়া লিটনের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এছাড়া নির্বাচনের দিন শহরের নবীনগর, রাজবল্লভপুর, নবারুন স্কুলসহ মোট ১৩টি ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মারেন।

এছাড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল করিমের অতি উৎসাহে পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও বাড়িঘরে গিয়ে হয়রানি করেছে। ফলে গ্রেফতারের ভয়ে অনেক নেতাকর্মী ভোট দিতে আসতে পারেনি।
 
এ ব্যাপারে নির্বাচনের দিনই রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, মামুনুর রশিদ পলাশ, আব্দুল আউয়াল চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।