ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জীবননগরে হত্যা মামলায় আ’লীগের ২০ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট কসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
জীবননগরে হত্যা মামলায় আ’লীগের ২০ নেতাকর্মী কারাগারে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে ভূমিহীনদের ওপর হামলা ও দুই ভূমিহীনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ২০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক এবিএম মাহমুদুল হক আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।



আসামিরা হলেন-ইলিয়াস আলী (৩০), কাউসার (৩৫), জহির উদ্দীন (৩৮), আব্দুল রশিদ (৪৫), মোস্তাফা (৩৬), জামাত আলী (৪৪), বাশার মণ্ডল (৩৭), শামসুল হক (৪৮), মিলন (৩০), ফজের মণ্ডল (৪২), আব্দুল মালেক (৩০), ফজলু (৫৪), শামসুল (৪৫), কাসেম আলী (৪০), আশা (৪৫), ভট্রো শেখ (৩৫), নজু (৩৫) আনিসুর রহমান (৪৮), হালিম মণ্ডল (৩০) ও আব্দুল হক (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি জেলার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে সরকারি ১১৬ বিঘা খাস জমির দখল নিতে আসামিরা ভূমিহীনদের ওপর হামলা চালায়। এ সময় আসামিদের বোমা ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ আলী ও শাহাবুদ্দীন মণ্ডল নামে দুইজন নিহত ও গুরুতর আহত হন নারীসহ ছয়জন।

এ ঘটনার দুই দিন পর নিহত মোহাম্মদ আলীর ভাই আব্দুস সালাম বাদী হয়ে ৪২ জনকে আসামি করে জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আলোচিত এ মামলার এজাহারনামীয় ২০ জন রোববার দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।