ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে সদ্য নির্বাচিত দুই নারী কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জে সদ্য নির্বাচিত দুই নারী কাউন্সিলর আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে সদ্য নির্বাচিত সংরক্ষিত দুই নারী কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

আটক দু’জন হলেন পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত নারী কাউন্সিলর মোসলেমা বেগম ও ১০, ১১, ১২নং ওয়ার্ড থেকে নির্বাচিত নারী কাউন্সিলর শাকেরা খাতুন।



বুধবার (১৩ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাতে মোসলেমাকে মহাডাঙ্গা এলাকা ও শাকেরাকে নামো শংকরবাটি সুন্দরপুর এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

আটক দু’জনের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। দু’জনই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।