ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পৌর নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন ঘটেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
পৌর নির্বাচনে সন্ত্রাসের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন ঘটেছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পৌর নির্বাচনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন ঘটেছে। বিএনপি-জামায়াতের জ্বালাও- পোড়াও রাজনীতিকে প্রত্যাখ্যান করে জনগণ নৌকায় ভোট দিয়েছে।



বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ বাজার স্টেশনে ‘মুক্তির সোপান’ চত্বরে জেলার ৬টি পৌরসভায় নবনির্বাচিত মেয়রদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, আমরা দেশের উন্নয়ন চাই। উন্নয়নের প্রশ্নে কোনো রাজনীতি নয়। আগামী তিন বছর আমরা দেশের উন্নয়নে কাজ করবো। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, আন্দোলনের নামে আর নৈরাজ্য না করে দেশের উন্নয়নে আমাদের সহযোগিতা করুন ও জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে ও সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে ফোরলেন সড়ক নির্মাণ, কাটাখালির সংস্কার, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের পাশাপাশি সিরাজগঞ্জ জেলাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দেন মোহাম্মদ নাসিম।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না, হাসিবুর রহমান স্বপন, তানভীর ইমাম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ ‍সূর্য্য, সিরাজগঞ্জ সদর পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও বেলকুচি পৌরসভার মেয়র বেগম আশানুর বিশ্বাস।

এরআগে অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত ৬ জন মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।   

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।