ঢাকা: শিক্ষক লাঞ্ছনার অভিযোগ এনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা ও দোলাইপাড় হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলামের বিচার দাবিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানানো হয়।
দোলাইপাড় হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ করে এর প্রতিবাদে রাজধানীর শ্যামপুর-কদমতলী থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য বাবলার বিচার ও সংসদ সদস্য থেকে অব্যহতি প্রদানের দাবি জানিয়ে বলেন, আগামী সাতদিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে এর প্রতিবাদে শ্যামপুর-কদমতলীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে বন্ধ ঘোষণা করা হবে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১১ জানুয়ারি সংসদ সদস্য আবু হোসেন বাবলার নেতৃত্বে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুলসহ ৫০/৬০ জনের একটি দল প্রধান শিক্ষককের কক্ষে প্রবেশ করেন। সেখানে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, হামলার প্রতিবাদ কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, সদস্য সচিব আকন্দ মো. নুরুল হক প্রমুখ।
এ সময় দোলাইপাড় হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমানও উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রসক্লাবের সামনে প্রধানশিক্ষক আতাউর রহমানের অপসারনের দাবীতে পাল্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ঘোষনা দিয়েছে ছাত্র-শিক্ষক-অবিভাবক ঐক্য পরিষদ। উভয় গ্রুপের পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমইউএম/এসইউজে/এএসআর