ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শপথ নিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুই নারী কাউন্সিলর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শপথ নিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুই নারী কাউন্সিলর আটক

রাজশাহী: রাজশাহীতে শপথ নিতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার জামায়াত সমর্থক দুই নারী কাউন্সিলর আটক হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিল্পকলা একাডেমি চত্বর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।

পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জিলা খাতুন। তারা দু’জনই জামায়াত সমর্থক।

তবে রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার সুশান্ত কুমার রায় বলেন, বিষয়টি শুনেছেন। তাদের সহায়তা ছাড়াই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।