নাটোর: নাটোরে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা মামলার আসামিরা নিজেদের নিদোর্ষ দাবি করে আদালতে বক্তব্য দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নাটোরের অতিরিক্তি জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা তাদের বক্তব্য পেশ করেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে মামলায় আটক সাত আসামি আব্দুর রশিদ, দেলোয়ার হোসেন মিঠু, হাফিজুর রহমান হাফিজ, শিহাব উদ্দিন শিহাব, আব্দুল মতিন ওরফে ইসমাইল, শহীদুল্লাহ্ ওরফে ফারুক, শফিউল্লাহ্ ওরফে তারিককে আনা হয়।
এদর মধ্যে শহীদুল্লাহ্ ওরফে ফারুককে ঢাকার কাশিমপুর, আব্দুল মতিন ওরফে ইসমাইলকে রাজশাহী ও বাকী পাঁচজনকে নাটোর কারাগার থেকে বিশেষ পুলিশি নিরাপত্তায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে আনা হয়।
আদালত সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মামলার ধার্য দিনে সাত আসামিকে ঢাকার কাশিমপুর, রাজশাহী ও নাটোরের কারাগার থেকে বিশেষ পুলিশি নিরাপত্তায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়। আদালতের বিচারক প্রদীপ কুমার রায় আসামিদের বক্তব্য শুনে আগামী ১০ ফেব্রুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সাত আসামিকে কারাগারে পাঠানো হয়।
২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরের জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড, পেট্রোলপাম্পসহ আট স্থানে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের পর নাটোরের জজ আদালতে ২০০৬ সালের ২৯ নভেম্বর মামলাটির বিচার কাজ শুরু হয়। এ পর্যন্ত মামলায় পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ মোট ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ