ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘এমপিরা দেশ নিয়ে কথা বলে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
‘এমপিরা দেশ নিয়ে কথা বলে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসম‍ান বলেছেন, ‘এমপিদের নিজস্ব কোনো এলাকা থাকে না, তারা দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে কথা বলে। ’
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে এক সংবাদ সম্মেলিনে তিনি এসব কথা বলেন।



নারায়ণগঞ্জে যানজট নিয়ন্ত্রণে চলমান তিন দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে তিনি কর্মসূচির সফলতা ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

শামীম ওসম‍ান বলেন, আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে যানজট নিয়ন্ত্রণ করতে হয়। এ কাজে আমাদের শিক্ষার্থীদের সাহায্য করতে বলেছি, কারণ এতে তারা সচেতন হতে পারবে এবং তাদের মধ্যে দেশপ্রেম অনুভ‍ূত হবে।

যানজট নিরসনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, এসব প্রস্তাব মানা হলে নারায়ণগঞ্জ শহর আরও যানজটমুক্ত হবে। বাসযোগ্য নগরী হবে, সমস্যাগুলো দূর হবে।
 
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।