বরিশাল: বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই মন্তব্য করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আমাদের ছেলেদের জঙ্গিবাদে জড়িয়ে ফেলার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। কিন্তু যারা এ ষড়যন্ত্র করছেন তাদের জেনে রাখা উচিত এদেশের মানুষ তা রুখে দেবে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে জেলা কমিটির আয়োজনে জাতীয় কৃষক সমিতির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াতের লালিত সংগঠন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তিনি কৃষক সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না।
কৃষকদের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাসীরা কৃষকদের সন্তানদের ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত করার চেষ্টা করছে। এ সময় তিনি কৃষক সন্তানদের ওই সংগঠনে অর্ন্তভূক্ত না হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, কৃষকদের অর্জিত ফসলে আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এমনকি কৃষকদের উৎপাদিত পণ্য বিদেশে রফতানি হচ্ছে এবং বাংলাদেশের গ্রামঞ্চলের চেহারা পরিবর্তন করেছে।
১৯৭১ সালে এদেশেরে কৃষকরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এদেশ স্বাধীন করেছেন। কিন্তু কোনো ধনী পরিবারের সদস্যের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়নি। অথচ এদেশের কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যে পাচ্ছেনা।
সম্মেলনে জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি বজলুর রহমান মাস্টার সভাপতিত্ব ও বাবুগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন ও শাহিন হোসেনের সঞ্চালনা করেন। এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড নূরুল হাসান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল-৩ আসনের সংসদ অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, ওয়ার্কাস পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা রফিকুল ইসলাম সুজন, বরিশাল জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক টিএম শাহজাহান তালুকদার, কমরেড গোলাম কিবরিয়া তালুকদার, কৃষক নেতা কাজী শাহ আলম, যুব মৈত্রী কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক শাহিন হোসেন, উপজেলা যুব মৈত্রী সহ-সভাপতি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএটি/এসএইচ