ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চলে গেলেন বিএনপি নেতা ড. গণি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
চলে গেলেন বিএনপি নেতা ড. গণি ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এসময় তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান।

স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার গোলাম মওলা জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

এদিকে বিএনপির এই নেতার জামাতা ড. আজহারুল ইসলাম খান জানান, রাতেই আল-মার্কাজুল ইসলামী হাসপাতালে তাকে গোসল করিয়ে স্কয়ার হাসপাতাল মর্গে রাখা হবে হবে। পরে শুক্রবার সকালে নিজ বাসভবনে নেয়া হবে। পরে বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদে তার প্রথম জানাজা শেষে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরে তাকে দাফন করা হবে।

এর আগে হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে বুধবার (০৬ জানুয়ারি) সকালে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

** স্কয়ার হাসপাতাল মর্গে আর এ গণির মরদেহ
** স্ত্রীর কবরে শায়িত হবেন আর এ গণি
** ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক
** আর এ গণি লাইফ সাপোর্টে
** নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিএনপি নেতা ড. গণি

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬/ আপডেট: ০২৩০ ঘণ্টা
এসআই/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।