ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে তার শেষ ইচ্ছানুযায়ী বনানীর কবরস্থানে স্ত্রী হোসনে আরা গণির কবরে শায়িত করা হবে বলে জানিয়েছেন তার জামাতা ড. আজহারুল ইসলাম খান।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টায় স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা।
ড. আজহারুল ইসলাম খান বাংলানিউজকে জানান, শুক্রবার রাতেই আল-মার্কাজুল ইসলামী হাসপাতালে তাকে গোসল করিয়ে স্কয়ার হাসপাতাল মর্গে রাখা হবে হবে। পরে শুক্রবার সকালে নিজ বাসভবনে নেয়া হবে।
শুক্রবার বাদ জুম্মা ধানমন্ডির ঈদগাহ জামে মসজিদে প্রথম জানাজা শেষে তার শেষ ইচ্ছানুযায়ী বনানী কবরস্থানে স্ত্রী হোসনে আরা গণির কবরে তাকে দাফন করা হবে বলেও জানান তিনি।
** স্কয়ার হাসপাতাল মর্গে আর এ গণির মরদেহ
** চলে গেলেন বিএনপি নেতা ড. গণি
** ড. আর এ গণি’র মৃত্যুতে খালেদা ও ফখরুলের শোক
** আর এ গণি লাইফ সাপোর্টে
** নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিএনপি নেতা ড. গণি
বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআই/আরএইচএস