ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসলামিক পার্টির চেয়ারম্যান তাহের, মহাসচিব কাশেম

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইসলামিক পার্টির চেয়ারম্যান তাহের, মহাসচিব কাশেম আবু তাহের ও মো. আবুল কাশেম

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান হয়েছেন আবু তাহের। আর অতিরিক্ত মহাসচিব আবুল কাশেমকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।



রোববার (১৭ জানুয়ারি) পার্টির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল অনিবার্য কারণে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় স্টিয়ারিং কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়।

এতে সর্বসম্মতিতে বর্তমান মহাসচিব আবু তাহের চৌধুরীকে নতুন চেয়ারম্যান ও অতিরিক্ত মহাসচিব মো. আবুল কাশেমকে মহাসচিব মনোনীত করা হয়।

আর দলের উপদেষ্টামণ্ডলীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল।

শনিবার (১৬ জানুয়ারি) নিউ কাকরাইল রোডের শান্তিনগর প্লাজায় দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভঅপতিত্বে করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান ব্যারিস্টার ছায়েদুল হাসান ইকবাল।

এ সময় কমিটির সদস্য মো. এজাজ হোসেন, আবু তাহের চৌধুরী, মো. আবুল কাশেম, হাফেজ শহিদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন চৌধুরী, মুহাম্মদ মাহমুদুল হাসান, সরকার মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।